ঠিকানা রিসোর্ট খরচ এবং ঠিকানা রিসোর্ট ফোন নম্বর ও টিকেট সহ বিস্তারিত

ঠিকানা রিসোর্ট সম্পর্কেই আজকের পোস্টটির বিষয়বস্তু। ঠিকানা রিসোর্ট বেড়াইদ হলো একটি সুন্দর পরিপাটি ও বেশ বড় আকারের একটি জনপ্রিয় রেস্টুরেন্ট। ঠিকানা রেস্টুরেন্ট খোলামেলা প্রকৃতির মাঝে অবস্থিত এমন একটি রিসোর্ট যার চারপাশে ফুটে ওঠা নানান রকমের ফুল এটাকে মনোমুগ্ধকর যায়গায় রুপান্তরিত করেছে। এখানে বিভিন্ন খাবারের সুব্যবস্হা রয়েছে। ঠিকানা রিসোর্টের মেনুতে রয়েছে নানান রকমের পিঠা থেকে শুরু করে দেশীয় বিভিন্ন খাবার। যা খেতে খুবই অসাধারণ।

নামাজ পড়ার ব্যবস্থা, শিশুদের খেলার যায়গা সহ নানা সুবিধা বিদ্যমান ঠিকানা রিসোর্টে। এখানে আপনি ৩০০ টাকার টিকিট ক্রয় করে সহজেই প্রবেশ করতে পারবেন। এতে রয়েছে অনেক ওয়েটার যারা আপনাকে বিভিন্ন ভাবে সুবিধা দিবে। এখানকার পরিবেশ আপনাকে বাধ্য করবে এই মনোমুগ্ধকর যায়গায় বেশি সময় কাটাতে।

আপনি অল্প টাকা খরচ করেই ঠিকানা রিসোর্টে যেতে পারবেন খুব সহজেই। অনেকেই বলেন ঠিকানা রিসোর্টে কিভাবে যাবো? তাদের জন্য বলছি সম্পূর্ণ পোস্টটিতে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। তাছাড়া ঠিকানা রেস্টুরেন্টের টিকেট, ঠিকানা, যোগাযোগ, প্রবেশ ফি, খাবার তালিকা, খাবার মূল্য, সুবিধা সহ ইত্যাদি বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবো।
ঠিকানা রিসোর্ট, Thikana Resort
ঠিকানা রিসোর্ট, Thikana Resort


আপনি কি ঠিকানা রিসোর্ট সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন?
উত্তর যদি হয় হ্যা, তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। ঠিকানা রিসোর্ট বাংলাদেশের একটি বেশ জনপ্রিয় রেস্টুরেন্ট। ঠিকানা রিসোর্ট সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের পোস্টে। ঠিকানা রিসোর্ট কিভাবে যাব, ঠিকানা রিসোর্ট খরচ, ঠিকানা রিসোর্ট ফোন নাম্বার সহ ঠিকানা সম্পর্কে সবকিছু।

ঠিকানা রিসোর্ট - Thikana Resort

আজকের পোস্টের মাধ্যমে আমরা ঠিকানা রেস্টুরেন্টে বা রিসোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। পোস্টের মাধ্যমে আমরা ঠিকানা রেস্টুরেন্টের একটি রিভিউ জানবো।

আরও জানবো ঠিকানা রিসোর্টের যাবতীয় সব তথ্য যা আপনাদের মনের মধ্যে রয়েছে তবে উত্তর পাচ্ছেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ঠিকানা রিসোর্ট মূলত বড় ও পরিপাটি একটি সুন্দর রেস্টুরেন্ট। এজন্যই ঠিকানা রেস্টুরেন্ট এর এত পরিচিতি। এমন কাউকে ঢাকা শহরে পাবেন না যিনি ঠিকানা রেস্টুরেন্টের নাম শোনেননি। খোলামেলা পরিবেশ বান্ধব একটি সুন্দর মনোরম পরিবেশ হওয়ার কারনে এটি জনপ্রিয় হয়ে উঠেছে।

এখানে ফুটে থাকা হাজারো রকমের ফুল আপনাকে মুগ্ধ করবে। এজন্যই ঢাকাবাসীর কাছে এটি এত পরিচিতি পেয়েছে। মানুষ যখনই সময় পাই তখনই এখানে আসেন। এখানে তো ছুটির দিনে প্রচুর ভিড় বেড়ে যায়। এ রেস্টুরেন্টে ফুলের সৌন্দর্যের কারনেই মূলত এর এত সৌন্দর্য। আবার এখানে আছে বিভিন্ন রকমের দেশীয় গরম গরম পিঠা। আবার এখানে নিজস্ব ক্ষেতের সবজি ও মাছ রয়েছে যা খুবই সুস্বাদু। তবে আপনাকে মূল্যটা একটু বেশি দিতে হবে।

এ রিসোর্টে প্রধান ভবনে রয়েছে জাপান থেকে আমদানিকৃত সুন্দর সুন্দর ফুল। ওহ! বলতে ভুলেই গেছি যে ঠিকানা রেস্টুরেন্টে শুধু দেশি খাবার নয় বরং নানা রকম বিদেশি খাবারও খাওয়ার সুযোগ রয়েছে। এখানে রয়েছে উন্নতমানের কফি শপ। যা ব্রাজিল এর বিন এনে কফি তৈরি করে পরিবেশন করা হয়। তবে আপনাকে অবশ্যই আগে থেকে টেবিল বুকিং দিতে হবে।


ঠিকানা রিসোর্ট কোথায় অবস্থিত?

ঠিকানা রিসোর্ট  হলো গুলশান হতে দুই থেকে তিন কি.মি. দূরে মাদানী এভিনিউ, বড় বেরাইদ, বাড্ডা বালু নদীর পাশ্ববর্তী অবস্থিত। আপনি এখানে শুভ জন্মদিন অনুষ্ঠান, বিবাহ, গায়ে হলুদ ইত্যাদির জন্য বুকিং দিতে পারবেন। ঠিকানা রিসোর্ট বাড্ডা থানা অন্তর্ভুক্ত বেরাইদ এলাকার ১০০ ফিটে রাস্তার শেষপর্যায়ে পাশ্ববর্তী এলাকায় অবস্থিত।

Thikana Resort Address: 100 Fit, Madani Avenue, Boro Beraid, Badda, Dhaka:-1212.

ঠিকানা রিসোর্ট কিভাবে যাবো?
ঠিকানা রিসোর্ট কিভাবে যাবো?

ঠিকানা রিসোর্ট কিভাবে যাবো?

আপনি প্রথমে নতুন বাজারে যাবেন। ওখান থেকে লেগুনা পাবেন। বলবেন বেরাইদ ঠিকানা রেস্টুরেন্টে নিয়ে চলেন, ওখানে যাব। আপনার থেকে ভাড়া নিবে ২৫ থেকে ৩০ টাকা। আবার উত্তর বাড্ডা হতে অটোরিকশা পাবেন আর তারা ভাড়া নিবে ৭০ থেকে ৮০ টাকার মত।

Address: 100 Fit, Madani Avenue, Boro Beraid, Badda, Dhaka:-1212

ঠিকানা রিসোর্ট মূল্য তালিকা?
ঠিকানা রিসোর্ট মূল্য তালিকা?

ঠিকানা রিসোর্ট মূল্য তালিকা?

ঠিকানা রেস্টুরেন্টে সর্বনিম্ন মেনুসেট হলো ভ্যাট সহ সর্বমোট প্রায় ১,২০০ টাকা। এই মেনুসেটে থাকবে সাদা ভাত, দেশি জাতের মোরগের আলু ঝোল, ভর্তা, সবজি, ডাল ও পানি আর আপনি এর বেশি কিছু খেতে চাইলে আপনাকে আরও বাড়তি ফি দিতে হবে। ওখানে খাবারের দাম তুলনামূলক বেশি তবে খাবারের মান মোটামুটি বলা যায়।
  • ৪ জনের জন্য ৪,৮০০ টাকা [১ম মেনু ১ম সেট]
  • ১ জনের জন্য ১,২০০ টাকা [১ম মেনু ২য় সেট]
  • ৪ জনের জন্য ৫,৫০০ টাকা [২য় মেনু ১ম সেট]
  • ১ জনের জন্য ১,৪০০ টাকা [২য় মেনু ২য় সেট]
  • ২০ জনের জন্য ৩০,০০০ টাকা [৩য় মেনু ১ম সেট]
  • ১ জনের জন্য ১,৫০০ টাকা [৩য় মেনু ২য় সেট]
  • ৪ জনের জন্য ৮,০০০ টাকা [৪র্থ মেনু ১ম সেট]
  • ১ জনের জন্য ১,২৫০ টাকা [৪র্থ মেনু ২য় সেট]
  • ৮ জনের জন্য ১১,০০০ টাকা [৫ম মেনু ১ সেট]
  • ১ জনের জন্য ১,৪০০ টাকা [৫ম মেনু ২য় সেট]
ঠিকানা রিসোর্ট টিকেট
ঠিকানা রিসোর্ট টিকেট

ঠিকানা রিসোর্ট টিকেট

ঠিকানা রেস্টুরেন্টের টিকিট মূল্য ৩০০ টাকা। এখানে খাবার অর্ডার এন্ট্রি করলে অতিরিক্ত প্রবেশ ফি দিতে হয় না। বলে রাখা ভালো যে আপনার সাথে যদি ৫ বছর বয়সের আপনার বাচ্চা থাকে তবে তার জন্য কোন টিকিটের প্রয়োজন নেই। কিন্তু বাচ্চার বয়স ৬ বছরের এর উপরে যদি হয় তবে আপনাকে অবশ্যই তার জন্য টিকিট ক্রয় করতে হবে ৩০০ টাকা দিয়ে। এখানে আপনি টিকিট ক্রয় করে এন্ট্রি করার পর ৮ ঘন্টা অবস্থান করতে পারবেন।

আপনি যদি আগে থেকেই রিসোর্টে বুকিং দিতে চান তাহলে 01755-554447 এই নাম্বারে নিচে দেওয়া তথ্য গুলো সহ বার্তা পাঠিয়ে বুকিং কনফার্ম করতে পারেন।
  • আপনার পুরো নাম
  • বুকিং দেওয়ার তারিখ
  • আসার সময় নির্দিষ্ট
  • মোট কতজন সদস্য নিয়ে আসতে চান
ঠিকানা রিসোর্ট মেনু
ঠিকানা রিসোর্ট মেনু

ঠিকানা রিসোর্ট মেনু

ঠিকানা রিসোর্টের খাবারের মেনু তালিকা সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হলো।
  • সাদা ভাত
  • দেশি জাতের মোরগের মাংশ ও আলু ঝোল
  • দেশি জাতের গরুর গোশত
  • টাটকা খাসির মাংস ভুনা
  • দেশি জাতের হাঁস ভুনা
  • রাজহাঁসের মাংস ভুনা
  • ৮ প্রকার ভর্তা
  • মজাদার লোভনীয় শাকসবজি
  • পছন্দের সুস্বাদু ঘন ডাল
  • মিনারেল সমৃদ্ধ বিশুদ্ধ পানি
১,২০০ টাকার সর্বনিম্ন মেনুসেটে থাকবে সাদা ভাত, দেশি জাতের মোরগের আলু ঝোল, ভর্তা, সবজি, ডাল ও পানি।

Read More:


ঠিকানা রিসোর্ট ডে আউটার্স মেনু [১]

ঠিকানা রিসোর্টের প্রথম মেনুতে রয়েছে স্পেশাল ঐতিহ্যবাহি সুস্বাদু দেশীয় মজাদার খাবার। ঠিকানা ভিলেজ এর মেনু সেট-১ এ আপনি যে যে খাবার পাবেন তার মূল্য সহ দেওয়া হলো।
  • প্রথমেই থাকছে সাদা ভাত [কাটারীভোগ]
  • দেশি জাতের মোরগের টাটকা মাংসের সাথে আলুর ঝোল।
  • ৮ প্রকারের মজাদার বিভিন্ন ধরনের ভর্তা।
  • রবি, খরিপ-১ অথবা খরিপ-২ মৌসুমের নানান রকমের লোভনীয় শাকসবজি।
  • আপনার পছন্দের ঘন ডাল।
  • ২ লিটার মিনারেল সমৃদ্ধ বিশুদ্ধ পানি।

আপনি জেনে খুশি হবেন যে ঐতিহ্যবাহি দেশীয় খাবার চারজন মানুষের জন্য মূল্য রাখা হয় মাত্র ৪,৮০০ টাকা। তবে আপনি যদি একাই খাবার অর্ডার দিতে চান নিজের জন্য তবে আপনাকে ১,২০০ টাকা পে করতে হবে খাবারের জন্য। জেনে রাখা ভালো যে একজনের জন্য ভাত, ভর্তা এবং ডাল সহ মোরগ পরিমিত সার্ভ করা হবে।

ঠিকানা রিসোর্ট ডে আউটার্স মেনু [২]

রিসোর্টের দ্বিতীয় মেনুতে রয়েছে ঐতিহ্যবাহি সুস্বাদু দেশীয় নানান রকমের লোভনীয় খাবার। ঠিকানা ভিলেজ এর মেনু সেট-২ এ আপনি যে যে খাবার পাবেন তার মূল্য সহ বিস্তারিত তথ্য দেওয়া হলো।
  • প্রথম আইটেম হলো সাদা ভাত [কাটারীভোগ]
  • দেশি জাতের গরুর তরতাজা সুস্বাদু মাংস ঝোল।
  • আটরকম এর বিভিন্ন আইটেম এর মজাদার ভর্তা।
  • তিনটি মৌসুমের মধ্যে বর্তমান মৌসুমি সবজি।
  • আপনার পছন্দমতো ঘন ডাল।
  • মিনারেল সমৃদ্ধ ২ লিটার বিশুদ্ধ পানি।

বলে রাখা ভালো যে ঐতিহ্যবাহি দেশীয় মজাদার খাবারের আইটেম ৪ জনের জন্য মূল্য রাখা হয় ৫,৫০০ টাকা মাত্র। তবে আপনি যদি একা একা খাবার অর্ডার দিয়ে খেতে চান তবে আপনাকে গুনতে হবে ১,৪০০ টাকা। একজনের ক্ষেত্রে সমস্ত খাবার পরিমিত পরিমাণে পরিবেশন করা হবে।

ঠিকানা রিসোর্ট ডে আউটার্স মেনু [৩]

রিসোর্টের তৃতীয় মেনুতে রয়েছে স্পেশাল ঐতিহ্যবাহি দেশীয় খাবার গুলোর সমাহার। ঠিকানা ভিলেজ এর মেনু সেট-৩ এ যে যে খাবার পাবেন তা মূল্য সহ যাবতীয় তথ্য দেওয়া হলো।
  • প্রথমেই থাকবে সাদা ভাত [কাটারীভোগ]
  • সুস্বাদু টাটকা দেশি খাসীর ভূনা মাংস ও ঝোল।
  • সর্বমোট ৮ টি আইটেম এর লোভনীয় ভর্তা।
  • নানান রকমের পুষ্টিকর শাকসবজি।
  • আপনার চাহিদা অনুযায়ী ঘন ডাল।
  • ২ লিটার পরিমাণ মিনারেল সমৃদ্ধ বিশুদ্ধ পানি।

জেনে রাখা জরুরি যে ঐতিহ্যবাহি দেশীয় মজাদার খাবার ২০ জনের জন্য নির্ধারিত মূল্য ৩০,০০০ টাকা এবং ১ জনের জন্য নির্ধারিত মূল্য হচ্ছে ১,৫০০ টাকা মাত্র। একজনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পরিমিত পরিমাণে খাদ্য পরিবেশন করা হবে।

Read More:

ঠিকানা রিসোর্ট ডে আউটার্স মেনু [৪]

রিসোর্টের চতুর্থ মেনুতে রয়েছে ঐতিহ্যবাহি দেশীয় নানান পদের মজাদার খাবার। ঠিকানা ভিলেজ এর মেনু সেট-৪ এর খাবার ও মূল্য সহ দেওয়া হলো।
  • প্রথমেই রয়েছে সাদা ভাত [কাটারীভোগ]
  • এরপর রয়েছে দেশি জাতের হাঁস ভূনা।
  • এরপর রয়েছে ৮ পদের মজাদার বিভিন্ন ধরনের ভর্তা।
  • নানান রকমের বাহারি পুষ্টি সম্পন্ন শাকসবজি।
  • আপনার মনের মতো ঘন ডাল।
  • ২ লিটার মিনারেল সমৃদ্ধ বিশুদ্ধ পানি।

জেনে নেওয়া ভালো যে ঠিকানা রিসোর্টের খাবার মেনু চারজনের জন্য ৮,০০০ টাকা এবং একজনের জন্য মূল্য ১২৫০ টাকা মাত্র। একজনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পরিমিতভাবে খাবার পরিবেশন করা হবে।

ঠিকানা রিসোর্ট ডে আউটার্স মেনু [৫]

রিসোর্টের পঞ্চম মেনুতে রয়েছে ঐতিহ্যবাহি দেশীয় খাবারের একাংশ। ঠিকানা ভিলেজ এর মেনু সেট-৫ এ যে যে খাবার পাবেন তার মূল্য সহ যাবতীয় তথ্য দেওয়া হলো।
  • প্রথমে পাবেন সাদা ভাত [কাটারীভোগ]
  • এরপর রয়েছে সুস্বাদু লোভনীয় রাজহাঁস ভূনা।
  • বাহারি রকমের ৮ পদের ভর্তা।
  • নানান পদের পুষ্টি সমৃদ্ধ শাকসবজি।
  • আপনার রুচি অনুযায়ী ঘন ডাল।
  • মিনারেল সমৃদ্ধ বিশুদ্ধ পানি ২ লিটার পরিমাণ।

জেনে নেওয়া ভালো যে ঠিকানা রিসোর্টে ৮ জনের জন্য খাবার মেনু মূল্য হলো ১১,০০০ টাকা এবং ১ জনের খাবার মেনু হচ্ছে ১,৪০০ টাকা মাত্র। তবে লক্ষণীয় যে একজনের বেলায় খাবার পরিমাণ পরিমিত হবে। আরও অনেক আইটেম রয়েছে যা আপনার মন মত হবে। আপনি আপনার চাহিদা মত দেশি বিদেশি খাবার অর্ডার করতে পারবেন।
ঠিকানা রিসোর্ট খরচ কত টাকা?
ঠিকানা রিসোর্ট খরচ কত টাকা?

ঠিকানা রিসোর্ট খরচ কত টাকা?

এখানে সর্বনিম্ন মেনুসেট অর্ডার ফি ১,২০০ টাকা। টিকিট এন্ট্রি ফি ৩০০ টাকা। আর আপনার চাহিদা মত আপনি যা যা খেতে চান আপনার খরচটা সেরকমই হবে। সেটা সম্পুর্ন আপনার চাহিদার উপর নির্ভর করবে। তবুও সংক্ষিপ্ত আকারে খরচ দেওয়া হলো।
  • প্রথম মেনু ৪ জনের জন্য ৪,৮০০ টাকা
  • প্রথম মেনু ১ জনের জন্য ১,২০০ টাকা
  • দ্বিতীয় মেনু ৪ জনের জন্য ৫,৫০০ টাকা
  • দ্বিতীয় মেনু ১ জনের জন্য ১,৪০০ টাকা
  • তৃতীয় মেনু ২০ জনের জন্য ৩০,০০০ টাকা
  • তৃতীয় মেনু ১ জনের জন্য ১,৫০০ টাকা
  • চতুর্থ মেনু ৪ জনের জন্য ৮,০০০ টাকা
  • চতুর্থ মেনু ১ জনের জন্য ১,২৫০ টাকা
  • পঞ্চম মেনু ৮ জনের জন্য ১১,০০০ টাকা
  • পঞ্চম মেনু ১ জনের জন্য ১,৪০০ টাকা
ঠিকানা রিসোর্টে কি কি সুবিধা রয়েছে?
ঠিকানা রিসোর্টে কি কি সুবিধা রয়েছে?

ঠিকানা রিসোর্টে কি কি সুবিধা রয়েছে?

  • বুফে খাবার
  • বাইরে বসার জায়গা
  • ছোট প্লেটের সুবিধা আছে
  • নিরামিষ খাবার পাওয়া যায়
  • বাচ্চাদের জন্য ভাল
  • দলবদ্ধ ভাবে থাকার ব্যবস্থা আছে
  • বিশেষত ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা যায়গায় নামাজ পড়ার সুবিধা রয়েছে। আবার আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে যা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। জায়গাটি মেয়েদের জন্য বেশ নিরাপদ ও সেইফ।
ঠিকানা রিসোর্ট ফোন নম্বর ও যোগাযোগ
ঠিকানা রিসোর্ট ফোন নম্বর ও যোগাযোগ

ঠিকানা রিসোর্ট ফোন নম্বর ও যোগাযোগ

আপনার এন্ট্রি বুকিং কনফার্ম করার জন্য ফোন করুন উক্ত নাম্বারে- 01755554447 [আপনাকে কমপক্ষে একদিন আগে বুকিং কনফার্ম করতে হবে] আবার সরাসরি এসে টিকিট ক্রয় করতে পারবেন।

বুকিং দিতেঃ
1. +8801755554447
2. +8801755554448
3. +8809638227700
Email: thikanakk@gmail.com

ঠিকানা রিসোর্ট সময়সূচি

  • Sat: 11.00 AM To 10.00 PM
  • Sun: 11.00 AM To 10.00 PM
  • Mon: 11.00 AM To 10.00 PM
  • Tue: 11.00 AM To 10.00 PM
  • Wed: 11.00 AM To 10.00 PM
  • Thu: 11.00 AM To 10.00 PM
  • Fri: 11.00 AM To 10.00 PM

উপরে উল্লিখিত সময়সূচি মেইনটেইন করে ঠিকানা রিসোর্ট পরিচালিত হয়। এখানে আপনি নির্দিষ্ট সময়ে আসলে সর্বোচ্চ ৮ ঘন্টা অবস্থান করতে পারবেন। আপনি যদি ঠিকানা রিসোর্টে আসতে চান তবে অবশ্যই আপনাকে ঠিকানা রিসোর্টের সময়সূচি দেখে আসতে হবে। নতুবা আপনি রিসোর্টে এন্ট্রি করতে ব্যর্থ হতে পারেন।

ঠিকানা রেস্টুরেন্টের মালিক কে?

ঠিকানা রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা এবং মালিক হলেন তায়্যেবা আফরিন। তিনিই ম্যানেজার হিসেবে কাজ করছেন বর্তমানে ঠিকানা রিসোর্টে। আপনি যদি চান ঠিকানা রিসোর্টের তায়্যেবা আফরিন এর সাথে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন অথবা ইউটিউবে তাদের রিসোর্ট সম্পর্কে ভিডিও দেখে বিনোদন নিতে পারেন।

পরিশেষে

আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কবে ঘুরতে যাবেন সেটা কমেন্ট করে সবাইকে জানাতে পারেন। ঠিকানা রিসোর্টে ঘুরতে গিয়ে আপনি যদি ছবি তুলে থাকেন তাহলে তা আমাদের পাঠক/পাঠিকাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল এবং আপনাদের ভ্রমণ হোক মধুময়।

Globalic World

Globalic World Is One Of The Best Education And Technology Based Knowledge Sharing Site In Bangladesh.

Post a Comment

Previous Post Next Post