আজকের পোস্টের বিষয়বস্তু হলো বাচ্চাদের দুধ কোনটা ভালো, বেস্ট ফর্মুলা মিল্ক ফর বেবি ০ ৬ মাস ইন বাংলাদেশ (Best formula milk for baby 0 6 months in Bangladesh)। প্রত্যেক শিশুর ০-৬ মাস পর্যন্ত মায়ের দুধ ছাড়া অন্য খাবার খাওয়ানোর প্রয়োজন হয় না। তবে আপনি যদি চান মায়ের বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি বাড়তি পুষ্টি ও বৃদ্ধি নিশ্চিত করতে বেবি মিল্ক বা ফর্মূলা মিল্ক খাওয়াতে পারেন। তবে অনেক ক্ষেত্রে লক্ষ করা যায় যে কোন সমস্যার কারণে শিশু মায়ের বুকের দুধ পায় না। এই সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য বেবি মিল্ক বা ফর্মূলা মিল্ক এর বিকল্প নেই। এক্ষেত্রে বেবি মিল্ক বা ফর্মূলা মিল্ক নবজাতকের পুষ্টি চাহিদা পূরণে ও শারীরিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে মা শিশু উভয়ই সুস্থ থাকলে অবশ্যই উচিৎ শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো। ফর্মুলা মিল্ক কোনটা ভালো এই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করবো আজকের পোস্টে।
প্রি নান ১ টিন ফর্মুলা দুধঃ ৪০০ গ্রাম ওজনের ১ টিনের প্রি নান ফর্মূলা দুধের মূল্য মাত্র ১৪৫০ টাকা। প্রি নান ১ টিন ফর্মুলা দুধ ০ থেকে ৬ মাস বয়সের শিশুদের খাওয়ার উপযোগী। আপনি চাইলে আপনার শিশুর শারীরিক বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণ করার জন্য প্রি নান ১ টিন ফর্মুলা মিল্ক খাওয়াতে পারেন।
বিএফ ১ ইনফ্যান্ট ফর্মুলা মিল্কঃ বিএফ ১ ইনফ্যান্ট ফর্মুলা মিল্ক ০ থেকে ৬ মাস বয়সের শিশুদের খাওয়ার উপযোগী একটি কোয়ালিটি সম্পন্ন ফর্মুলা মিল্ক। এই ফর্মুলা মিল্ক এর বর্তমান বাজারমূল্য ৯৬০ টাকা মাত্র। আপনার শিশুর জন্য এই বিএফ ১ ইনফ্যান্ট ফর্মুলা মিল্কটি ক্রয় করতে পারেন।
অ্যাপটামিল ১ ফর্মুলা মিল্কঃ এই অ্যাপটামিল ১ ফর্মুলা মিল্ক ০ থেকে ৬ মাস বয়সের শিশুদের খাওয়ার জন্য উপযোগী একটি কোয়ালিটি সম্পন্ন মিল্ক ফর্মূলা। বর্তমানে এই ফর্মুলা মিল্ক এর বাজারমূল্য হলো ৩০০০ টাকা মাত্র। আপনার শিশুর পুষ্টি নিশ্চিত করতে অ্যাপটামিল ১ ফর্মুলা মিল্ক বুকের দুধের পাশাপাশি খাওয়াতে পারেন।
কাউ এন্ড গেট ১ ফর্মুলা মিল্কঃ এই ফর্মুলা মিল্কটির বর্তমান বাজারমূল্য হলো ২৮৫০ টাকা। আপনার শিশুর পুষ্টি নিশ্চিত করতে ও বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কাউ এন্ড গেট ১ ফর্মুলা মিল্ক।
নান প্রো ১ ফর্মুলা মিল্কঃ এই ফর্মুলা মিল্কটির বর্তমান বাজারমূল্য হলো ৩০০০ টাকা মাত্র। এটি বেশ ভালো কোয়ালিটির একটি ফর্মুলা মিল্ক। আপনার সন্তানের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নান প্রো ১ ফর্মুলা মিল্ক।
ল্যাকটোজেন ১ বাই নেসলে ফর্মুলা মিল্কঃ এই ফর্মূলা মিল্কটি বর্তমানে বাজারে খুবই জনপ্রিয় কোয়ালিটি সম্পন্ন একটি ফর্মুলা মিল্ক। এটার বর্তমান বাজারমূল্য হলো ২৯০০ টাকা মাত্র। আপনার সন্তানের বিকাশ ও বৃদ্ধির জন্য ল্যাকটোজেন ১ বাই নেসলে ফর্মুলা মিল্ক খাওয়াতে পারেন।
ল্যাকটোজেন 1 ইনফ্যান্ট ফর্মুলা পাউডারঃ এই ফর্মুলা মিল্ক ৪০০ গ্রামের প্যাকেটের মূল্য মাত্র ৯২০ টাকা। আপনার শিশুর বয়স যদি ০ থেকে ৬ মাসের মধ্যে হয় তবে ল্যাকটোজেন 1 ইনফ্যান্ট ফর্মুলা পাউডার মিল্ক খাওয়াতে পারেন। এতে আপনার শিশুর মানসিক ও শারীরিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নান ১ অপ্টিপ্রো ফর্মুলা মিল্কঃ এই ফর্মুলা মিল্ক এর ৮০০ গ্রাম ওজনের কৌটার বর্তমান বাজারমূল্য হলো ৪০০০ টাকা মাত্র। ০ হতে ৬ মাস বয়সের শিশুদের বিকাশ ও বৃদ্ধির জন্য নান ১ অপ্টিপ্রো ফর্মুলা মিল্ক খাওয়াতে পারেন।
সিমিলাক গোল্ড ১ এইচ.এম.ও ফর্মুলা মিল্কঃ এই ফর্মুলা মিল্ক এর ৮০০ গ্রাম ওজনের কৌটার বর্তমান বাজারমূল্য হলো ৩৮০০ টাকা মাত্র। আপনার শিশুর বয়স ০ থেকে ৬ মাসের মধ্যে হলে সিমিলাক গোল্ড ১ এইচ.এম.ও ফর্মুলা মিল্ক খাওয়াতে পারেন।
![]() |
বেস্ট ফর্মুলা মিল্ক ফর বেবি ০ ৬ মাস ইন বাংলাদেশ |
ফর্মুলা মিল্ক কোনটা ভালো
বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মূল্যের বাচ্চাদের দুধ পাওয়া যায়। এর মধ্যে ভালো কিছু কোয়ালিটি সম্পন্ন বাচ্চাদের দুধের তালিকা মূল্য সহ দেওয়া হলো। বেস্ট ফর্মুলা মিল্ক ইন বাংলাদেশ তালিকা দেওয়া হলো।
- Eldobaby 1 Tin 400gm Price: 750 BDT
- Pre NAN 400g Tin Price: 1450 BDT
- BF-1 Infant Price: 960 BDT
- Aptamil 1 First Infant Price: 3000 BDT
- Cow & Gate 1 Infant Price: 2850 BDT
- NAN PRO 1 Price: 3000 BDT
- Lactogen 1 By Nestle Price: 900 BDT
- Nestle Nan Optipro 1 Formula Milk 800g Price: 2470 BDT
- LACTOGEN 1 Infant 400g Price: 920 BDT
- NAN 1 Optipro 800g Dubai Price: 4000 BDT
- Cow & Gate 1 First 800g Price: 2800 BDT
- APTAMILUK Price: 3700 BDT
- SMA PRO 1 800g Price: 3000 BDT
- Similac Gold 1 HMO 800g Price: 3800 BDT
- ELDOBABY 1 350g Price: 575 BDT
- Biomil 1 Milk Formula Price: 250 BDT
বেবি মিল্ক বা ফর্মূলা মিল্ক কি?
মায়ের বুকের দুধের বিকল্প হিসেবে শিশুর খাদ্য চাহিদা মেটাতে ও দৈহিক বৃদ্ধির জন্য খাদ্যোপযোগী কৃত্রিম উপায়ে তৈরি দুধই হলো ফর্মুলা মিল্ক বা বেবি মিল্ক। এটি মূলত মায়ের বুকের দুধের অনুকরনে তৈরি করা পুষ্টিমান সম্পন্ন উপাদানের সমন্বয়ে উৎপাদিত দুধ। এই বেবি মিল্ক বা ফর্মূলা মিল্ক সাধারণত রেডি টু ইট, পাউডার ও কনসেনট্রেটেড এই তিন প্রকার হয়ে থাকে। রেডি টু ইট বেবি মিল্ক সাধারণত ক্রয় করার পরেই খাওয়ানো যায়। কারণ এই রেডি টু ইট দুধ খাওয়ার উপযুক্ত করে বাজারজাত করা হয়। পাউডার ও কনসেনট্রেটেড বেবি মিল্ক ক্রয় করার পরে বিশুদ্ধ পানি মিশিয়ে খাদ্যোপযোগী করতে হয়।বেস্ট ফর্মুলা মিল্ক ফর বেবি ০-৬ মাস ইন বাংলাদেশ
এলডোবেবি 1 টিন বেবি ফর্মুলাঃ এই বেবি ফর্মূলা ৪০০ গ্রাম ওজনের ১ টিনের ফর্মূলা দুধের মূল্য মাত্র ৭৫০ টাকা। এলডোবেবি 1 টিন বেবি ফর্মুলা ০ থেকে ৬ মাস বয়সের শিশুদের খাওয়া উপযোগী একটি ফর্মূলা মিল্ক। এটি খুবই মানসম্মত ও ভালো বেবি মিল্ক যা আপনার শিশুর পুষ্টি নিশ্চিত করতে ও বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।প্রি নান ১ টিন ফর্মুলা দুধঃ ৪০০ গ্রাম ওজনের ১ টিনের প্রি নান ফর্মূলা দুধের মূল্য মাত্র ১৪৫০ টাকা। প্রি নান ১ টিন ফর্মুলা দুধ ০ থেকে ৬ মাস বয়সের শিশুদের খাওয়ার উপযোগী। আপনি চাইলে আপনার শিশুর শারীরিক বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণ করার জন্য প্রি নান ১ টিন ফর্মুলা মিল্ক খাওয়াতে পারেন।
বিএফ ১ ইনফ্যান্ট ফর্মুলা মিল্কঃ বিএফ ১ ইনফ্যান্ট ফর্মুলা মিল্ক ০ থেকে ৬ মাস বয়সের শিশুদের খাওয়ার উপযোগী একটি কোয়ালিটি সম্পন্ন ফর্মুলা মিল্ক। এই ফর্মুলা মিল্ক এর বর্তমান বাজারমূল্য ৯৬০ টাকা মাত্র। আপনার শিশুর জন্য এই বিএফ ১ ইনফ্যান্ট ফর্মুলা মিল্কটি ক্রয় করতে পারেন।
অ্যাপটামিল ১ ফর্মুলা মিল্কঃ এই অ্যাপটামিল ১ ফর্মুলা মিল্ক ০ থেকে ৬ মাস বয়সের শিশুদের খাওয়ার জন্য উপযোগী একটি কোয়ালিটি সম্পন্ন মিল্ক ফর্মূলা। বর্তমানে এই ফর্মুলা মিল্ক এর বাজারমূল্য হলো ৩০০০ টাকা মাত্র। আপনার শিশুর পুষ্টি নিশ্চিত করতে অ্যাপটামিল ১ ফর্মুলা মিল্ক বুকের দুধের পাশাপাশি খাওয়াতে পারেন।
Read More:
- কাতিলা গাম খাওয়ার নিয়ম, কাতিলা গাম এর উপকারিতা ও অপকারিতা
- আলকুশি বীজ ও পাউডার খাওয়ার নিয়ম, আলকুশি বীজের উপকারিতা ও অপকারিতা
- টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির উপায়, টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ট্যাবলেট ও হোমিও ঔষধ
- কলার উপকারিতা ও অপকারিতা, কলা খাওয়ার উপকারিতা
কাউ এন্ড গেট ১ ফর্মুলা মিল্কঃ এই ফর্মুলা মিল্কটির বর্তমান বাজারমূল্য হলো ২৮৫০ টাকা। আপনার শিশুর পুষ্টি নিশ্চিত করতে ও বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কাউ এন্ড গেট ১ ফর্মুলা মিল্ক।
নান প্রো ১ ফর্মুলা মিল্কঃ এই ফর্মুলা মিল্কটির বর্তমান বাজারমূল্য হলো ৩০০০ টাকা মাত্র। এটি বেশ ভালো কোয়ালিটির একটি ফর্মুলা মিল্ক। আপনার সন্তানের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নান প্রো ১ ফর্মুলা মিল্ক।
ল্যাকটোজেন ১ বাই নেসলে ফর্মুলা মিল্কঃ এই ফর্মূলা মিল্কটি বর্তমানে বাজারে খুবই জনপ্রিয় কোয়ালিটি সম্পন্ন একটি ফর্মুলা মিল্ক। এটার বর্তমান বাজারমূল্য হলো ২৯০০ টাকা মাত্র। আপনার সন্তানের বিকাশ ও বৃদ্ধির জন্য ল্যাকটোজেন ১ বাই নেসলে ফর্মুলা মিল্ক খাওয়াতে পারেন।
ল্যাকটোজেন 1 ইনফ্যান্ট ফর্মুলা পাউডারঃ এই ফর্মুলা মিল্ক ৪০০ গ্রামের প্যাকেটের মূল্য মাত্র ৯২০ টাকা। আপনার শিশুর বয়স যদি ০ থেকে ৬ মাসের মধ্যে হয় তবে ল্যাকটোজেন 1 ইনফ্যান্ট ফর্মুলা পাউডার মিল্ক খাওয়াতে পারেন। এতে আপনার শিশুর মানসিক ও শারীরিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নান ১ অপ্টিপ্রো ফর্মুলা মিল্কঃ এই ফর্মুলা মিল্ক এর ৮০০ গ্রাম ওজনের কৌটার বর্তমান বাজারমূল্য হলো ৪০০০ টাকা মাত্র। ০ হতে ৬ মাস বয়সের শিশুদের বিকাশ ও বৃদ্ধির জন্য নান ১ অপ্টিপ্রো ফর্মুলা মিল্ক খাওয়াতে পারেন।
সিমিলাক গোল্ড ১ এইচ.এম.ও ফর্মুলা মিল্কঃ এই ফর্মুলা মিল্ক এর ৮০০ গ্রাম ওজনের কৌটার বর্তমান বাজারমূল্য হলো ৩৮০০ টাকা মাত্র। আপনার শিশুর বয়স ০ থেকে ৬ মাসের মধ্যে হলে সিমিলাক গোল্ড ১ এইচ.এম.ও ফর্মুলা মিল্ক খাওয়াতে পারেন।
ফর্মুলা মিল্ক বা বেবি মিল্কের উপাদান সমূহ
মায়ের বুকের দুধের বিকল্প হিসেবে শিশুর খাদ্য চাহিদা মেটাতে ও দৈহিক বৃদ্ধির জন্য খাদ্যোপযোগী কৃত্রিম উপায়ে বিভিন্ন উপাদানের সমন্বয়ে উৎপাদিত হয় বেবি মিল্ক বা ফর্মূলা মিল্ক। ভুট্টা বা ব্রাউন রাইস সিরাপ, ভেজিটেবিল অয়েল, দুধ বা সয় সহ প্রয়োজনীয় বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং শিশুর পুষ্টির জন্য জরুরী এমন কিছু ভিটামিন ও মিনারেলস এর সমন্বয়ে তৈরি করা হয় বেবি মিল্ক। বেবি মিল্কে স্যাচুরেটেড ফ্যাট সবচেয়ে অল্প পরিমাণে থাকে এবং এতে কোলেস্টেরল থাকেই না অর্থাৎ কোলেস্টেরল দেওয়া হয় না। বর্তমানে বাজারে এমন কিছু ফর্মূলা মিল্ক পাওয়া যায় যার উপাদানে কোন প্রকার কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না।ফর্মূলা দুধ খাওয়ানোর কিছু গুরুত্বপূর্ণ টিপস
- সন্তান জন্মের ৬ মাসের মধ্যে বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়ানো আবশ্যক। কেননা মায়ের বুকের দুধে যে পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে তা অন্য কোন খাদ্যে নেই বললেই চলে।
- প্রত্যেক শিশুর জন্য মায়ের বুকের দুধের মত সর্বোত্তম খাদ্যের বিকল্প নেই। অতএব সবসময় চেষ্টা করবেন আপনার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে, তবে কোন বড় সমস্যা বা জটিলতা থাকলে সেক্ষেত্রে ফর্মূলা দুধ খাওয়ানো যেতে পারে।
- ফর্মূলা দুধ খাওয়ানোর পূর্বে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরামর্শ গ্রহণ করে ফর্মূলা দুধ খাওয়ানো উচিৎ।
- শিশুদের একে অপরের খাদ্য গ্রহণ ক্ষমতা ভিন্ন হওয়ার কারণে তাদের সমস্যার পরিধি ভিন্ন তাই ডাক্তারের শরণাপন্ন হওয়ার বিকল্প নেই।
- ফর্মূলা দুধ গ্রহণের পরবর্তী সপ্তাহে শিশুর স্বাস্থ্য পরিক্ষা করা উচিৎ কেননা এতে বোঝা যাবে শিশু ফর্মূলা দুধ ঠিকমতো হজম ও সহ্য করতে পারছে কিনা অথবা তার কোন ধরনের সমস্যা হচ্ছে কিনা।
- ফর্মূলা দুধ খাওয়ানোর পরবর্তীতে আপনি যদি বুঝতে পারেন যে আপনার শিশুর কোন সমস্যা হচ্ছে বা অস্বাভাবিক মনে হচ্ছে তাহলে ফর্মূলা দুধ খাওয়ানো বন্ধ করতে হবে।
- ফর্মূলা দুধের পাউডার খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করে ফর্মূলা দুধের পাউডার গুলাতে হবে।
- পাউডার গুলানোর মুহূর্তে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুধ ভালোভাবে মিক্সিং হয়। কেননা পাউডার গুলানো ঠিকমতো না হলে শিশুর গলায় আটকে যেতে পারে অথবা শিশুর পেটের সমস্যার সৃষ্টি হতে পারে।
Read More: