বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা ২০২৩ এবং লাভজনক ব্যবসার আইডিয়া

বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা

বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা নিয়ে সাবাই জানতে চায়। এগুলো নিয়ে প্রায় সবাই খোজাখুজি করে। অনেকেই বর্তমানে চাকরি করে এবং করছে। অনেকেই নিজের উদ্যেগে চাকরি করছে না। অনেকেই অন্যের অধিনে কাজ করা একটুও পছন্দ করে না। তারাই খুজে বর্তমানে কি ব্যবসা করলে বেশি লাভবান হওয়া যাবে। সবাই চায় একটু স্বাধীনভাবে কাজ করুন এবং জীবন পরিচালনা করুক।


আর এজন্য অনেকে চায় একটি ব্যবসা দাড় করাতে। তবে অনেকেই চিন্তার মধ্যে থাকে কি ব্যবসা করা যেতে পারে? বিশেষ করে যুবক যারা রয়েছে তারা লাভজনক ব্যবসার প্রতি বেশি আগ্রহী। তাই আপনি যদি নিজে ব্যবসা শুরু করে বস হতে চান তহালে আপনাকে এমন একটি ব্যবসা নির্বাচন করতে হবে যেখান থেকে একটু বেশি লাভবান হওয়া যাবে পাশাপাশি অন্যের কর্মসংস্থান তৈরি হবে। 


নতুন লাভজনক ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে ব্যবসা শুরু করার পর মনে না হয় যে এই ব্যবসা না করে ওটা করলে বেশি লাভ হতো ইত্যাদি ইত্যাদি। তাই আজকের আর্টিকেলে স্বল্প পুঁজি দিয়ে শুরু করে বেশ লাভবান হওয়া যাবে এমন কিছু ব্যবসা আইডিয়া সম্পর্কে আলোচনা করবো।


বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা ২০২৩ এবং লাভজনক ব্যবসার আইডিয়া
বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা ২০২৩


অনলাইন স্টোর ব্যবসা আইডিয়া

জনপ্রিয় কিছু ব্যবসার মধ্যে এই অনলাইন স্টোর বা ই কমার্স ব্যবসা অন্যতম একটি স্মার্ট ব্যবসা। অল্পপুজি দিয়েই এই ব্যবসা শুরু করতে পারবেন। তবে সেজন্য আপনি কিছু সোশ্যাল মিডিয়ায় একটি স্টোর তৈরি করে নিবেন।


এর জন্য আপনি যেই ধরনের ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেই রিলেডেট পন্যগুলো আপনার অনলাইন স্টোরে সুন্দর বর্ণনা ও ছবি দিয়ে সাজাবেন। এরপর আপনি আপনার পন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কেটিং করতে পারেন। এবং বিভিন্ন বাই সেল গ্রুপ রয়েছে যেগুলোতে সাবস্ক্রিপশন নিয়ে আপনার পন্য মার্কেটিং করতে পারবেন।


এখানে আপনি কুরিয়ার ও হোম ডেলিভারি পদ্ধতিতে কাস্টমারদের কাছে পন্য ডেলিভারি করে দিতে পারবেন। এখানে পেমেন্ট আপনি ক্যাশ অন ভেলিভারি অথবা সরাসরি অগ্রিম পেমেন্ট সংগ্রহ করেও অনলাইনে অর্ডার সম্পন্ন করতে পারবেন। 


এই ব্যবসা আস্তে আস্তে বড় হলে একটি ভালো মানের  ওয়েবসাইট রেজিস্ট্রেশন করে নিবেন। এখানে আপনি অনেক সুযোগ সুবিধা পেতে পারবেন যেমন আপনার নিজস্ব একটি ব্র্যান্ড তৈরি হবে এবং একসাথে অনেক পন্য বিক্রয় করতে পারবেন। পাশাপাশি আপনার পন্যের মান ভালো হলে পরবর্তীতে আপনার স্টোরে বারবার পন্য অর্ডার পেতে সুবিধা হবে।


Read More:


কাপড়ের ব্যবসা আইডিয়া

কাপড় মানুষের নিত্য প্রয়োজনীয় একটি পন্য। পৃথিবীতে বসবাস করার জন্য ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত এই কাপড় এর প্রয়োজন রয়েছে। এটি একটি সুন্নতি ব্যবসাও বটে। আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই একদিন সফলতা আসবে।


কাপড়ের ব্যবসা করার জন্য একটু বেশিই পুঁজির প্রয়োজন বাংলাদেশের এমন অনেক জায়গা রয়েছে যেখান থেকে অল্পমূলে ভালো মানের কাপড় এনে নিজ এলাকায় বিক্রি করতে পারবেন। ঢাকার গাউসিয়া, নিউমার্কেট, গুলিস্তান, পুরান ঢাকার বিভিন্ন মার্কেট থেকে কম মূল্যে কাপড় কিনতে পারবেন।


এছাড়া আপনি অনলাইনেও কাপড় বিক্রি করতে পারবেন। এতে আপনার বাড়তি আয় হবে পাশাপাশি দোকান খরচ, কর্মচারির বেতনের চাহিদাও পূরন হবে।


ওয়ান টাইম গ্লাস, প্লেট এবং কাপ

ওয়ান টাই গ্লাস, কাপ এগুলোর প্রচলন দিন দিন বেড়েই চলছে। বর্তমানে বিভিন্ন ইভেন্ট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, বাজার, শপিং মল এর আশে পাশে বিভিন্ন ছোট ছোট কফি হাউজ ও চায়ের দোকান গড়ে উঠছে যেগুলোতে প্রচুর ওয়ান টাই কাপ ব্যবহার হয়। তাই আপনি যদি এই ব্যবসা করতে পারেন তাহলে বেশ লাভবান হতে পারবেন। 


এই ওয়ান টাই গ্লাস, কাপ তৈরি করার জন্য আপনাকে একটি মেশিন ক্রয় করতে হবে। যেটার মুল্য প্রায় ৬০ হাজার টাকার আশে পাশে। তাই আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন তাহলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। এজন্য অবশ্যই আপনাকে অনলাইনে এই বিষয়ে ভালো করে খোঁজ খবর নিতে হবে।


পাটের ব্যাগের ব্যবসা

বর্তমানে চাল, ডাল ও অন্যান্য সবজি ও কাচামাল বহন করার জন্য এই পাটের ব্যাগ প্রচুর ব্যবহার হচ্ছে। আপনার আশে পাশে এর ব্যবহার বেশি না দেখলেও বিভিন্ন ইন্ডাস্ট্রি ও বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে। যারা এই পাটের ব্যাগ তৈরি করছে তারা অর্ডার নিতে হিমসিম খাচ্ছে। তাই এখনই সময় এই ব্যবসা শুরু করার। 


এই ব্যবসা শুরু করতে আপনাকে একটু বড় জায়গার প্রয়োজন হবে। এক লক্ষ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। প্রায় পাঁচশত স্কয়ারফুট জায়গার মধ্যে আপনি এই মেশিন দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন।


Read More:


ট্রান্সপোর্ট ব্যবসা

ব্যবসার তালিকাগুলো মধ্যে ট্রান্সপোর্ট ব্যবসা একটি ব্যয়বহুল ব্যবসা। আমাদের দেশে জনসংখ্যা যেই হারে বাড়ছে সেই অনুপাতে ট্রান্সপোর্ট ব্যবসা তেমন একটা বাড়েনি। সবাই একটু কমন ব্যবসা শুরু করার কথা ভাবলেও আপনি একটি আনকমন ব্যবসা শুরু করতে পারেন। বিভিন্ন ছুটিতে বোঝা যায় এই ট্রান্সপোর্ট এর কত অভাব।


রাস্তাঘাটে বেশি যানযট দেখা গেলেও ট্রান্সপোর্ট ব্যবসার অভাব লেগেই থাকে। যেটার বাস্তব প্রমান আপনারা নিজেই। বর্তমানে কিছু ভালো ট্রান্সপোর্ট রয়েছে যেমন- হানিফ, এনা, গ্রিন লাইন ইত্যাদি এছাড়া হাজারটা ট্রান্সপোর্ট এর মধ্যে বেশির ভাগই তেমন একটা ভালো না। এই ব্যবসা করার জন্য আপনাকে ভালো সার্ভিস দিয়ে বিশ্বাস অর্জন করতে হবে।


আচারের ব্যবসা আইডিয়া

আচার একটি  অত্যন্ত সুস্বাদু খাবার। ছোট থেকে বড় সবাই আচার খেতে পছন্দ করে। আপনি ২০-৩০ হাজার টাকা পুঁজি দিয়েই এ ব্যবসা শুরু করতে পারেন। বিভিন্ন মৌসুমে বিভিন্ন আচার তৈরি হয় তবে যে মৌসুমে যেটাই তৈরি হোক না কেন আচার সারা বছরই সংরক্ষণ করে রাখা যায়। 


বড়ই, চালতা, আম, তেতুল, খেজুর, জলপাই, ইত্যাদি নানা জাতের আচার হয়ে থাকে। আপনি অনলাইনে বিক্রি করতে পারবেন এছাড়া বড় বড় রেস্টুরেন্ট রয়েছে যারা আপনার আচার অর্ডার দিবে যদি আপনার আচার এর কোয়ালিটি মানসম্মত হয় এবং পরিষ্কার করে আচার তৈরি করেন।


অনলাইন কোর্স

বর্তমানে প্রত্যেকটি শিক্ষাই অনলাইন ভিত্তিক ভাবে গড়ে উঠছে। সাধারণ পড়াশোনার থেকে শুরু করে অনলাইন ভিত্তিক স্কিল যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি সহ সকল কিছু এখন অনলাইনে শেখানো হয়। অনলাইনে ফ্রি রিসোর্স এর পাশাপাশি পেইড রিসোর্স অর্থাৎ লাইভ ক্লাস করানো হয়। আপনি চাইলে অনলাইনে একটি লাইভ ক্লাস চালু করতে পারেন। শেখানোর দক্ষতা ও যোগ্যতা যেটার উপরে হোক না কেন সেই বিষয়ের উপরে আপনি ক্লাস নিতে পারবেন।

এটা হতে পারে আপনি ইংরেজি শেখাতে পারেন অথবা বিজ্ঞান অথবা অন্যান্য যে কোন বিষয় রয়েছে। এছাড়া আপনার যদি ইংরেজি দক্ষতা থাকে পাশাপাশি আপনি যদি কোন ভালো  স্কিল ডেভেলপ করে থাকেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশে বসে অন্যান্য দেশের মানুষদেরকেও  ক্লাস করাতে পারবেন।


ব্লগিং

বর্তমানে জনপ্রিয় একটি পেশা হচ্ছে ব্লগিং এটা সবাই করতে পারেনা যারা করতে পারবে তারা ভালো একটা জায়গায় পৌঁছাতে পেরেছে। আপনার প্রতিভা, লেখা, কনটেন্ট, আর্টিকেলকে পুরো বিশ্বের দরবারে তুলে ধরতে ব্লগিং সেরা একটা মাধ্যম। এ ছাড়াও ভিডিও কনটেন্ট রয়েছে সেগুলোও মাধ্যমেও আপনার প্রতিভাকে তুলে ধরতে পারবেন। 


এছাড়াও আপনি বিভিন্ন ফোরাম এবং ওয়েবসাইট রয়েছে যেগুলোতে ভালো মানের আর্টিকেল প্রদান করতে পারলে আপনাকে বেশ ভালো একটা স্যলারি অফার করবে। তবে অবশ্যই আপনাকে মানসম্মত ক্রিয়েটিভ ওএসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হবে। তাই আপনি যদি একটি স্মার্ট ব্যবসা করতে চান তাহলে ব্লগিং শুরু করতে পারেন। আপনি এখন যেটা পড়তেছেন এটাই ব্লগিং।


Read More:


পরিশেষে

এই হচ্ছে বর্তমানে লাভজনক ব্যবসার মধ্যে কয়েকটি ব্যবসা আইডিয়া এছাড়াও আরেও লাভজনক ব্যবসা রয়েছে যেমন- রেষ্টুরেন্ট ব্যবসা, বিউটি পার্লার ইত্যাদি। তবে আপনি যেই ব্যবসাই শুরু করেন না কেন আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। এবং সততার সাথে ব্যবসা করতে হবে তবেই আপনি লাভবান হতে পারবেন।

Globalic World

Globalic World Is One Of The Best Education And Technology Based Knowledge Sharing Site In Bangladesh.

Post a Comment

Previous Post Next Post