আপনি যদি ফ্রিতে ওয়েব ডিজাইন শিখতে চান। তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলে এমন কিছু রিসোর্স এর কথা বলা হয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ফ্রিতে আপনার ওয়েব ডিজাইন ক্যারিয়ার শুরু করতে পারেন। দেশ ও বিদেশের কিছু বিখ্যাত ওয়েবসাইট সম্পর্কে বর্ণনা করা হয়েছে যেই ওয়েবসাইট গুলোর মাধ্যমে আপনি ওয়েব ডিজাইন শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে পারবেন।
ওয়েব ডিজাইন কি
ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। ওয়েবসাইটকে ডিজাইন করাই হচ্ছে ওয়েব ডিজাইন। বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যেমন- ই-কমার্স, নিউজপেপার, ব্লগ, এডুকেশন, ভিডিও, শিক্ষা- প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, কর্পোরেট বিজনেস ইত্যাদি যাবতীয় ওয়েবসাইট তৈরি করার সময় একজন ডিজাইনার এটা ডিজাইন করে দেয়। আর সেই ডিজাইনের কাজ টাকেই ওয়েব ডিজাইন বলে।
আর ওয়েব ডেভেলপমেন্ট হচ্চে সেই ওয়েবসাইটকে ফাংকশনাল রূপ দেওয়। যেমন- ডাটাবেজ তৈরি করা, ফরম সাবমিট করানো, সফ্টওয়ার বেজ কাজ করানো ইত্যাদি অনেক কাজ থাকে
![]() |
ওয়েব ডিজাইন কি |
ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
ওয়েব ডিজাইন শেখার চাহিদা নিয়ে বললে শেষ হবেনা। তেমনি ওয়েবসাইটের প্রয়োজনীয়তা নিয়ে লিখলেও লেখা শেষ হবে না। কারণ বর্তমানে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি ব্যক্তিগত প্রয়োজনেও ওয়েবসাইটের প্রয়োজন হয়। একটি প্রতিষ্ঠান এর পরিচয় হচ্ছে তার ওয়েবসাইট। অনলাইনে একজন ব্যক্তি তার নিজের পরিচয় কে প্রকাশ করতে বা নিজের কাজের স্কিল বা অন্যান্য যোগ্যতা প্রকাশ করতে নিজের পার্সোনাল ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।
প্রত্যেকটি প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠান কার্যক্রম এবং প্রতিনিয়ত যে সকল তথ্য হালনাগাদ করা হচ্ছে সেগুলো তারা ওয়েবসাইটের মাধ্যমে তাদের গ্রাহকদেরকে জানিয়ে দিচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান যারা ট্রেন বাস এবং লঞ্চ বিমান ইত্যাদি টিকেট বিক্রয় করে তারাও তাদের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বিক্রি করছে এবং গ্রাহকগণ ঘরে বসে সহজেই টিকিট ক্রয় করতে পারতে।
তেমনি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো প্রোডাক্ট বিক্রয় করে তারাও ওয়েবসাইটের মাধ্যমে ক্রয় বিক্রয় করছে। এছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিভিন্ন নো টিশ নিয়োগ বিজ্ঞপ্তি ইত্যাদি প্রকাশ করছে। মনে প্রায় সকল নিউজ মিডিয়া পত্রিকা তাদের সংবাদগুলোকে ওয়েবসাইটের মাধ্যমে প্রচার করছে। যদি একটার পর একটা ওয়েবসাইটের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করলেও সব শেষ করা যাবে না।
ওয়েব ডিজাইন পরিচিতি
ওয়েবসাইটের বিভিন্ন প্রকারভেদ রয়েছে এবং আমি এই আর্টিকেলটি একটি ওয়েবসাইটে লিখছি যেখানে আপনার এটি পড়তেছেন যেটাকে সাধারণত ব্লগিং ওয়েবসাইট বা ব্লগসাইট বলে।
এছাড়া বিভিন্ন টুলস জাতীয় ওয়েবসাইট রয়েছে, ওয়েব এপ্লিকেশন রয়েছে। এগুলোর মধ্যে আমরা বিভিন্ন সেবা নিয়ে থাকি,
ওয়েবসাইট ডিজাইন বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এগুলো মানুষ শিখে অনলাইনে আয় করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি বিভিন্ন নিউজ মিডিয়া ইত্যাদি ওয়েবসাইট ডিজাইন আপডেট ইত্যাদি যাবতীয় কাজ করে দিচ্ছে।
আজকাল মানুষের জীবনযাত্রা ধরণী পাল্টে গেছে এখন সবাই অনলাইন ভিত্তি জীবন পরিচালনা করছে। পড়াশোনা চাকরি যেকোনো সমস্যার সমাধান মানুষই google সার্চ ইঞ্জিন সহ অন্যান্য সার্চ ইঞ্জিন এর উপর ইমিনের উপর। যেখান থেকে মূলত রেজাল্ট
তবে একটু ভেবে দেখুন আপনি নিজেও যদি ওয়েব ডিজাইন শিখে সেটাকে কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারেন আপনার জীবনটাই পাল্টে যেতে পারে।
- চুল পড়া বন্ধ করার উপায়, চুল পড়া বন্ধ করার তেলের নাম ও ঔষধ সহ ইসলামিক উপায়
- ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়, ফর্সা হওয়ার উপায়
- ব্রণ দূর করার উপায় ও ব্রণ দূর করার ঔষধের নাম সহ মেয়েদের ব্রণ দূর করার ঔষধের নাম
- মেছতা দূর করার উপায়, মেছতা দূর করার ক্রিম এর নাম, মেছতা দূর করার ঔষধ
- স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম, ৭ দিনে ফর্সা হওয়ার ক্রিম, ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম
ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট
ওয়েব ডিজাইন শেখার অনেক ওয়েবসােইট রয়েছে। এছাড়াও ইউটিউবে বিভিন্ন চ্যানেল রয়েছে যেগুলোর মাধ্যমে ওয়েব ডিজাইন শিখতে পারবেন। তবে যেখান থেকেই শিখেন না কেন আপনাকে ওয়েবসাইট ও গুগল এর সহায়তা নিতেই হবে। শুধু ভিডিও দেখে আপনার ওয়েব ডিজাইন শেখার জার্নি চলমান রাখতে পারবেন না। তবে চলুন জেনে নেই ওয়েব ডিজাইন শেখার ফ্রি ওয়েবসাইট সম্পর্কে।
শিখুন.নেট (Shikhun.net)
সম্পূর্ণ ফ্রিতে শিখুন.নেট থেকে ওয়েব ডিজাইন ও ডেভেলমপেন্ট শিখতে পারবেন। এখানে যিনি কোর্স করান তিনিও একজন বড় মাপের ওয়েব ডেভেলপার। এখানে কোর্স গুলো ফ্রি হলেও এক একটা কোর্স এর মুল্য লাখ টাকা।
কোড এভনজার্স (codeavengers.com)
একদম শুরু থেকে এক্সপার্ট লেভেলে যেতে এখানে পেয়ে যাবেন ১০০ প্লাস টিউটোরিয়াল। আপনি কিছু না জানলেও এখান থেকে সব জেনে নিতে পারবেন। কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়। কি কি কৌশল অবলম্বন করতে হয়, ইত্যাদি সব জানতে পারবেন। এই ওয়েবসাইটে কোর্স করতে রেজিষ্ট্রেশন করুন।
ওয়েবমেকিং ১০১ স্কিলশেয়ার (SkillShare)
যারা বিনামুল্যে ওয়েব ডিজাইন ভালো ভাবে শিখতে চান তারা এই ওয়েবসাইট থেকে নিশ্চিন্তে শিখতে পারেন। এটি একটি উপযুক্ত স্থান ওয়েব ডিজাইন শেখার জন্য।
এলিসন.কম (Alison.com)
যারা ওয়েব ডিজাইনে ডিপ্লমা করতে চান, তারা এখান থেকে শুরু করতে পারেন। এখানে ৯ টি সেক্টর আছে। এখান থেকে আপনি একজন প্রফেশনাল ডিজাইনার হতে পারবেন। এই ওয়েবসাইটটিতে ওয়েব ডিজাইনের কোর্সগুলো সুন্দর ভাবে সাজানো রয়েছে।
দ্যা জিমনেশিয়াম Thegymnasium.com
আপনার যদি আগে থেকে ওয়েব ডিজাইনের উপর ধারনা থাকে তাহলে আপনি এখান থেকে শিখে আরোও ভালো জ্ঞান লাভ করতে পারবেন। ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী থাকলে এই ওয়েবসাইটে একাউন্ট করতে পারেন।
এছাড়াও আরোও অনেক ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট রয়েছে যেমন-
- চ্যানেল ৯ ওয়েব ডেভেলপমেন্ট (Microsoft Learn)
- ড্যাশ জেনারেল এসেম্বলি dash.generalassemb.ly
- কোড স্কুল (CodeSchool)
- লার্ণ লেআউট (Learnlayout.com)
- ডন্ট ফেয়ার দ্যা ইন্টারনেট (dontfeartheinternet.com)
এছাড়াও সর্বশেষে রয়েছে W3schools ওয়েব ডিজাইন থেকে শুরু করে ওয়েব ডেভেলমেন্ট এর সকল খুটিনাটি ও প্যাক্টিক্যাল বিষয় সাথে কুইজ সহ অন্যান্য সকল তথ্য বহুল একটা ওয়েবসাইট হচ্ছে W3school ওয়েব ডিজাইন শিখতেছে অথচ W3school এর নাম শুনে নাই। এমন লোক পাওয়া যাবে না।
এটার মতো আরেকটি ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে Tutorialspoint তবে এখানে পেইড কোর্স পাওয়া যায়। কিন্তু এখান থেকেও আপনি বিভিন্ন রিসোর্স সংগ্রহ করে কাজে লাগাতে পারবেন।
ওয়েব ডিজাইন কেন শেখা উচিৎ
বর্তমানে প্রত্যেকটি প্রতিষ্ঠান অনলাইন নির্ভর। সবাই যার যার ওয়েবসাইট তৈরি করে নিচ্ছে তাদের সেবাগুলো প্রদান করার জন্য। একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের উপর নির্ভর করে ঐ প্রতিষ্ঠানের গুরুত্ব ও কর্মকান্ড। ওয়েবসাইট যত আকর্ষনীয় হবে, ততই গ্রাহক সংখ্যা বাড়বে। আপনি যদি একজন ভালো মানের ওয়েব ডিজাইনার হতে পারেন তাহলে আপনার কাজের প্রচুর চাহিদা রয়েছে।
বর্তমানে শুধু ওয়েবসাইট বানানোর জন্যই ডিজাইনার হায়ার করে না, বরং ম্যানেজমেন্ট করার জন্যও ওয়েব ডিজাইনার হায়ার করে থাকে। ওয়েব ডিজাইনে ভবিষ্যৎ ক্যারিয়ার উজ্জ্বল এবং এর মাধ্যমে আপনি নিজেও অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন।
ওয়েব ডিজাইন কি কি শিখতে হয়
- html
- CSS
- JavaScript
- php
- bootstrap
- Laravel
- Wordpress
এগুলো শিখলেই আপনি ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর ৮০% শিখে ফেলবেন এবং কাজ করতে পারবেন। তারপর আপনার পছন্দ অনুযায়ী আরও কিছু শিখতে পারেন। আগে কাজ শুরু করুন। পরে বাকিগুলো এমনিতেই জানতে পারবেন।